নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনার পর থেকেই প্রার্থী নাপসন্দ হওয়াকে ঘিরে রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে প্রতিদিনই নতুন নতুন করে বিক্ষোভ আন্দোলন অব্যাহত। একের পর প্রার্থী বদলের দাবি তুলে অবস্থান অবরোধ ক্ষোভ বিক্ষোভ চলছেই জেলাজুড়ে। সেই ক্ষোভ বিক্ষোভের মাঝেই বাঁকুড়া পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রশাসক, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌতম দাসকে প্রার্থী করতে হবে এই দাবি তুলে রাজপথে নামলো বাঁকুড়ার শিক্ষক সমাজের একাংশ। বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির বাঁকুড়া শাখার তরফ থেকে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। গৌতম দাসকে পৌর নির্বাচনে প্রার্থী করতে হবে এই মর্মে প্ল্যাকার্ড হাতে করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারী শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন গৌতম দাস। বর্তমানে তিনি বাঁকুড়া পৌরসভার উপ পৌর প্রশাসক এর দায়িত্বে ছিলেন, সে দায়িত্ব পালন করেছেন স্বচ্ছতার সঙ্গে। এরপর তাকে যদি পৌর নির্বাচনে প্রার্থী করা হয় তাহলে বাঁকুড়া পৌরসভা উপকৃত হবে। তাই দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বিশ্বাস রেখেই সংশোধিত তালিকায় গৌতম দাস এর নাম তালিকাভুক্ত করা হোক সেই কারণেই এই আন্দোলনে রাস্তায় নেমেছেন শিক্ষক সমাজ। তাদের কথা রেখে গৌতম দাসকে প্রার্থী হিসাবে তালিকাভুক্ত না করা হয় সেক্ষেত্রে অনশন ও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন শিক্ষকরা এমনটাই হুমকি দিয়েছেন শিক্ষক সমাজের একাংশ।