নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের রাস্তা গরু মুক্ত করতে এবার মাঠে নামল বাঁকুড়া পুরসভা ও বাঁকুড়া সদর থানার পুলিশ। গতকাল রাতে শহরের রাস্তায় রাস্তায় একযোগে হানা দিয়ে বেশ কিছু গরু আটক করে সেগুলি খোঁয়াড়ে চালান করে পুরসভা ও পুলিশ। এই অভিযান লাগাতার ভাবে চালানো হবে বলে জানিয়েছে বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া শহরের বিভিন্ন রাস্তায় সম্প্রতি ভিড় বাড়ছিল ছেড়ে রাখা গরুর। মাঝেমধ্যে সেই গরুর শিং এর ধাক্কায় ঘটছিল দুর্ঘটনা। গরুর দল রাস্তার মাঝে বসে পড়ায় যান চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরী হয়েছিল। পুজোর মুখে শহরের রাস্তায় ভিড় আরো বৃদ্ধি পাওয়ায় সমস্যা আরো তীব্র আকার নেয়। শহরের বিভিন্ন এলাকায় মাইক প্রচার চালিয়ে পুরসভার তরফে গরুগুলির মালিকদের গরু বাড়িতে বেঁধে রাখার আবেদন জানানো হয়। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। অগত্যা মঙ্গলবার রাতে বাঁকুড়া পুরসভা ও বাঁকুড়া সদর থানার পুলিশ একযোগে হানা দেয় শহরের রাস্তায়। রাস্তায় থাকা বেওয়ারিশ বেশ কিছু গরুকে গাড়িতে তুলে চালান করে দেওয়া হয় শুনুকপাহাড়ির খোঁয়াড়ে। পুরসভার তরফে জানানো হয়েছে ওই খোঁয়াড়ে জরিমানা ও উপযুক্ত প্রমাণ দিয়ে গরুর মালিক গরুগুলিকে খোঁয়াড় থেকে নিয়ে যেতে পারবেন। শহরের রাস্তায় রাস্তায় থাকা এমন বেওয়ারিশ গরু ধরতে লাগাতার ভাবে অভিযান চালানো হবে বলেও জানিয়েছে বাঁকুড়া পুরসভা।