গরু নিয়ে ঢাক বাজিয়ে নকুল দানা বিলি করে উৎসব বিজেপি বিধায়কের

0
212

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গরু চোর ধরা পড়েছে আর গরু চুরি হবে না এবার গরু খুলে রাখুন। গরু নিয়ে চড়াম চড়াম ঢাক বাজিয়ে নকুলদানা বাতাসা বিলি করে উৎসব পালন করলেন বিজেপির নেতা কর্মীরা। বৃহঃস্পতিবার বীরভুমের বাড়ি থেকে তৃনমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কে গ্রেফতার করে সি বি আই। দাপুটে নেতার গ্রেফতারের পরে তাঁরই সৃষ্টি চড়াম চড়াম ঢাক আর গুড় বাতাসা ও নকুল দানা নিয়ে রাস্তায় আনন্দ উৎসব করতে নামে বিরোধী দলগুলি। বাঁকুড়ার ওন্দায় খুশির আমেজ বিজেপির নেতা কর্মীদের মধ্যে। শুক্রবার সকালে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমর নাথ শাখার নেতৃত্বে অভিনব আনন্দ উৎসব বিজেপির নেতা কর্মীদের। গরু নিয়ে মিছিল করে চড়াম চড়াম ঢাক বাজিয়ে ওন্দাবাসীর হাতে নকুল দানা ও গুড়বাতাসা তুলে দিলেন বিজেপি বিধায়ক। বিধায়ক জানান গরু চোর ধরা পড়ে গেছে আর গরু চুরির ভয় নেই এবার গরু খুলে রাখুন। এইভাবে অনুব্রত মন্ডলের গ্রেফতারের পরে ওন্দায় খুশি উৎসব পালন করল বিজেপি।

LEAVE A REPLY