নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ‘কালিঘাটের কাকু নয়, কবে আসবে কালিঘাটের পিসির নাম’, এই নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার পূর্ব বর্ধমানের সিপিএমের জেলা কার্যালয়ে পঞ্চায়েত ভোট নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। মহম্মদ সেলিম বলেন, ক্ষমতা থাকলে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাক কত টাকা কোন খাতে বকেয়া আছে। তা না করে শুধু বকেয়া আছে কেন্দ্রের কাছে বলে চিৎকার করছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারও শ্বেতপত্র বার করে জানিয়ে দিক কত টাকার হিসেব নেই, দুর্নীতি হয়েছে। কয়লা চোর, গরু পাচার, চিটফাণ্ডে জড়িত তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। অন্যদিকে তিনি বলেন, পূর্ব বর্ধমানের দামোদরের তীরে মানুষের জমি কিনে নেওয়া হয়েছে। ৭০ বছর ধরে তারা জমিতে চাষ করছেন। আমাদের দল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কুণাল ঘোষ বিজেপির রিক্রুটমেন্ট বলে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, শুভাপ্রসন্ন যা বলেছেন তা চরম অন্যায়। ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, আমরা তার মুক্তির দাবী করছি। হাইকোর্টও সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।