নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বিরল প্রজাতির মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আজ বাঁকুড়া তালডাংরা থানার পাকসাড়া গ্রাম লাগোয়া ধানের ক্ষেতে এই বিরল প্রজাতির মাছটি দেখতে পান সূর্য রায় নামে স্থানীয় এক গ্রামবাসী। পরে মাছটিকে সেখান থেকে নিয়ে এসে বাড়ির চৌবাচ্চায় রাখে। খবর দেওয়া হয় বন দপ্তরে। গায়ে ছোপ ছোপ দাগ বিশিষ্ট এই বিরল প্রজাতির মাছ দেখতে ভিড় জমায় আশেপাশের মানুষজন। স্থানীয় ভাষায় এই মাছটি বিরল প্রজাতির রাক্ষস মাছ। বন দপ্তরে দাবি, এই মাছটি ক্রোকোডাইল ফিস, সম্প্রতিকালে বেশ কিছু জায়গাতেই এই মাছের সন্ধান মিলেছে।