বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্গাপুর শহর ও আসপাশের গ্রামীন এলাকার সঙ্গে বাচ্চাদের পরিচয় করাতে একটি সাইকেল র্যালির আয়োজন করল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন দুর্গাপুর। শুক্রবার সকালে দুর্গাপুর স্টিল প্লান্টের নেহেরু স্টেডিয়াম থেকে র্যালি শুরু হয়। দু’দিন ব্যাপি এই র্যালিতে শনিবার সকালে গড় জঙ্গলে বনদপ্তরের তৈরি ট্রেকিং রুট ধরে ফিরবে সকলে। দুর্গাপুর শহরের অভ্যন্তরে ও আসপাশে বেশ কিছু দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক জায়গা আছে যা অনেকের জানা নেই। এমন সব জায়গার সম্বন্ধে বাচ্চাদের পরিচয় করানো ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বিনোদন এই র্যালির মূল উদ্দেশ্যে। অ্যাসোসিয়েশনের তরফে বিশ্বব্রত কুমার বলেন, ‘আজকালকার বাচ্চাদের একটা বড় অংশ পড়াশোনা আর মোবাইল নিয়ে আছে। নিজের শহরে ও আসপাশের এলাকায় কী আছে তা জানে না। বাচ্চারা যাতে নিজের শহরটাকে ভাল করে জানতে পারে সেই জন্য এই র্যালির আয়োজন।’