সংবাদদাতা, অন্ডালঃ বৃহস্পতিবার ঝড়ের তাণ্ডবে খনি অঞ্চলে ক্ষতি হয়েছে ঘরবাড়ি সহ বহু সম্পত্তির। গাছ ভেঙে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থেকেছে রাতভর। ক্ষয়ক্ষতির সমীক্ষা চলছে বলে প্রশাসন সূত্রে খবর।বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছিল ঝড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে ঝড়ের গতি বেড়ে যাওয়ায় তা ভয়ংকর রূপ নেই। ঘন্টাখানেক ধরে চলা এই ঝড়ের তাণ্ডবে খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা ব্লকের বেশ কয়েকটি এলাকায় হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। বিভিন্ন জায়গায় গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল ও বিদ্যুৎ পরিসেবা। ক্ষতি হয় একাধিক কাঁচা ঘর বাড়ির। অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান অন্ডাল ব্লকের মদনপুর, কাজোরা, অন্ডাল পঞ্চায়েত এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে কম বেশি ১০ থেকে ১৫ টি কাঁচা বাড়ির। ঝড়ো হাওয়ায় উড়ে গেছে কাঁচা বাড়ির খড়ের ও টিনের চাল। ক্ষয়ক্ষতির সমীক্ষা চলছে, দুর্গতদের ত্রাণ সাহায্য দেওয়া হচ্ছে বলে জানান সুদীপ্ত বাবু। ঝড়ের সময় অন্ডালের উখরা বাজপাই মোড়ে এলআইসি অফিস সংলগ্ন বেশ কয়েকটি অস্থায়ী দোকানের ছাদের উপর ভেঙে পড়ে গাছের আস্ত ডাল ও বিদ্যুতের তার। সেই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বড় বিপদ থেকে বাঁচা গেছে বলে জানান দোকানদারেরা। পাণ্ডবেশ্বর এর বিডিও মহেশ্বেতা বিশ্বাস জানান ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের গোবিন্দনগর, দান্য, কোন্দা ও বহুলা পঞ্চায়েতের পরাশকোল ও ছোড়া গ্রামেও বেশ কিছু ঘরের ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়াতে টিনের সেড উড়ে গিয়ে ক্ষতি হয়েছে পাণ্ডবেশ্বর অটো হাবে। পরাশকোল এলাকায় দুর্যোগের সময় টোটো উল্টে পরে গিয়ে মৃত্যু হয়েছে বাবন সিং (৩৮) নামে এক যাত্রীর। অন্ডাল, পাণ্ডবেশ্বর এর পাশাপাশি বৃহস্পতিবারের দুর্যোগে ক্ষতি হয়েছে দুর্গাপুর-ফরিদপুর ব্লক এলাকাতেও। ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ চলছে বলে জানান বিডিও দেবজিত দত্ত। দুর্যোগের কারনে সব এলাকাতেই ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিভিন্ন জায়গায় গাছ ও বিদ্যুৎতের খুটি ভেঙে পড়া এবং হাই টেনশন তার ছিড়ে পড়ার কারণেই এই বিপত্তি বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়। শুক্রবার ভোররাতে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরেছে, তবে এখনো অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে এক বিদ্যুৎ কর্তা জানান।