বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে বর্ধমান আদালতের কর্মীরা

0
76

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সংগ্রামী যৌথ মঞ্চের দাবীকে সমর্থন জানিয়ে কর্ম বিরতিতে সামিল হলেন বর্ধমান আদালতের কর্মীরা। তাদের সাফ কথা সোমবার ও মঙ্গলবার তারা কোনো কাজ করবেন না। তাদের দাবী অবিলম্বে তাদের বকেয়া ডিএ মেটাতে হবে। একই সাথে তাদের আরও দাবী, স্বচ্ছ নিয়োগ করতে হবে। আজ সকাল থেকে কর্মক্ষেত্রে উপস্থিত হলেও আদালতের কর্মীরা আদালতের কোনো কাজ করছে না। সকাল থেকে জেলা আদালত চত্ত্বরে বসে স্লোগান দিচ্ছেন তারা। এই আন্দোলনের ফলে আজ বর্ধমান আদালতে কোনো কাজ হচ্ছে না। রীতিমতো সাউণ্ড সিস্টেম ব্যবহার করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের দাবী অবিলম্বে তাদের বকেয়া ডিএ মিটিয়ে হবে হবে।

LEAVE A REPLY