বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সম্প্রতি রাজ্যের কয়েকটি স্কুলে পাঁচিল ভেঙে অথবা দেওয়াল ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও টনক নড়ে নি প্রশাসনের। কাঁকসা ব্লকে বামুনাড়া অবৈতনিক বিদ্যালয়ের পাঁচিলের বেহাল অবস্থা দেখার পর এমনটাই বলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের পাঁচিল অনেকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় আছে। যে কোনও সময় ভেঙে যেতে পারে। বিপদ এড়াতে শিক্ষকরা লাল রঙ দিয়ে পাঁচিলে বিপজ্জনক লিখে দিয়েছেন। এমনকি পাচিলের বিপদসঙ্কেত হিসাবে একটি লাল পতাকা লাগিয়ে দিয়েছেন। পাঁচিল মেরামত করার জন্য বিডিওর কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত পাঁচিল মেরামত হয় নি। স্কুলের প্রধান শিক্ষক আদিত্য মুখোপাধ্যায় বলেন, ‘অনেকদিন ধরে পাঁচিলটা বেহাল হয়ে আছে। পাঁচিলের পাশে একটি নিকাশি নালা আছে। নালার মধ্যে ইদুর গর্ত করে মাটি তুলেছে। ফলে পাঁচিলের নিচের অংশ ফাপা হয়ে গেছে। পাঁচিলটা দুলছে। কেউ যদি হেলান দেয় ভেঙে যাবে। তাই আমরা বিপজ্জনক কথা লিখে লাল পতাকা লাগিয়ে দিয়েছি।’