গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার

0
89

সংবাদদাতা,অন্ডালঃ নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম রাজু বাঁশফোড় (৪৪)। সিদুলি কোলিয়ারির রায় সেন্টার বাউরী পাড়ার ঘটনা।শুক্রবার সকালে সিদুলি কোলিয়ারির রায় সেন্টার বাউরী পাড়ায় উদ্ধার হল রাজু বাঁশফোড় নামে এক ব্যক্তির মৃতদেহ। ঘরের মধ্যে গলায় ফাঁস লাগা অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃতের ভাই রিঙ্কু বাঁশফোড় জানান দাদা দিন মজুরের কাজ করতো। নিজের পরিবার নিয়ে থাকতো। পাশাপাশি তাদের বাড়ি। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি দাদা গলায় ফাঁস লাগিয়েছে বলে জানান রিঙ্কু। খবর পেয়ে ঘটনাস্থলে আছে বনবহাল ফাঁড়ির পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যায় ফাঁড়িতে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ফাঁড়ির এক আধিকারিক ।

LEAVE A REPLY