বাঁকুড়ায় রাজ্য সড়কের ধারে উদ্ধার অজ্ঞাত পরিচিতের মৃতদেহ

0
67

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সাত সকালেই রাজ্য সড়কের ধার থেকে অজ্ঞাত পরিচিত এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া সদর থানার ভেদুয়া মোড়ের কাছে। স্থানীয়রা বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া সদর থানার ভেদুয়া মোড়ের কাছে এদিন সকালে স্থানীয়রা বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রাই খবর দেন বাঁকুড়া সদর থানায়। স্থানীয়দের দাবী মৃত ব্যাক্তিকে আগে কখনো এলাকায় দেখেননি তাঁরা। বাইরে কোথাও ওই ব্যাক্তিকে খুন করে ভেদুয়া এলাকায় এনে ফেলে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অজ্ঞাত পরিচিত ওই ব্যাক্তির মৃত্যুর সঠিক কারন জানতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY