নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট কর্মীদের নিরাপত্তা দুনিশ্চিত করা সহ মোট সাত দফা দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘর কর্মীরা। সোমবার নিজেদের দাবীগুলির সমর্থনে বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের দফতরে হাজির হন ওই সংগঠনের কর্মীরা। সেখানেই এই বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবী রাজ্য পুলিশের উপর তাঁদের কোনো ভরসা নেই। বিগত নির্বাচনগুলিতে বহু জায়গায় ভোট করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয়েছে ভোট কর্মীদের। সামনের পঞ্চায়েত নির্বাচনে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবীই জানিয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘর বিক্ষোভকারীরা। এর পাশাপাশি বিক্ষোভকারীরা এদিন বকেয়া ডিএ প্রদান ও এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি লাগুর দাবীতেও সরব হন।