বকেয়া ডিএ-র দাবিতে কর্মীদের কর্মবিরতিতে লাটে উঠল পরিষেবা

0
1736

সংবাদদাতা, লাউদোহাঃ বকেয়া ডিএ-র দাবিতে সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে কর্ম বিরতি পালন করল সরকারি কর্মীরা। বিঘ্ন ঘটল পরিষেবায়। রাজ্য সরকারি কর্মীদের বাকি রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ। বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন কর্মীরা। যদিও বিষয়টি এখন কোর্টের বিচারাধীন। সোমবার এই দাবিতে রাজ্যে জুড়ে পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচির ডাক দিয়েছিল সরকারি কর্মীদের সংগঠন। সোমবার কর্ম বিরতি কর্মসূচি হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকেও। এদিন ব্লকের কোন কর্মী কাজে যোগ দেয়নি, পরিবর্তে ব্লক অফিস চত্বরেই তারা ধর্না,অবস্থানে বসেন।কর্মসূচি চলে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। আন্দোলনকারীদের পক্ষে রামনারায়ণ মল্লিক জানান, দীর্ঘদিন ধরে মহার্ঘ্য ভাতা বাকি রয়েছে। বকেয়া রয়েছে ৩৯ শতাংশ ভাতা। ন্যায্য পাওনা রাজ্য সরকার কর্মীদের দিচ্ছে না। আর্থিকভাবে বঞ্চিত করে রেখেছে। ভাতা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ভাতা না দেওয়ার উদ্দেশ্যেই রাজ্য সরকার বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে। অবিলম্বে ভাতা মিটিয়ে দিতে হবে, তা না মেটানো পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে জানান তারা। এদিকে সরকারি কর্মীদের কর্ম বিরতির ফলে সমস্যায় পড়েন বিভিন্ন কাজে ব্লকে আসা মানুষজন। পরিষেবা না পেয়ে ফিরে যেতে হয় তাদের। পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর ব্লকেও কর্মীদের কর্ম বিরতির কারণে এদিন কোন কাজ হয়নি বলে জানা গেছে।

LEAVE A REPLY