সার্থক কুমার দে,অন্ডালঃ দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে উখরা গ্রামে এসে পানীয় জলের দাবিতে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।সোমবার “দিদির সুরক্ষা কবজ” কর্মসূচি ছিল উখড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। আনন্দমোড় শ্মশান কালী মন্দিরে পূজো দিয়ে এদিন কর্মসূচির সূচনা হয়। তারপর বড়পাড়া হয়ে ময়রা পাড়ায় জনসংযোগ কর্মসূচিতে যান বিধায়ক সহ অন্যরা। সেখানে স্থানীয় মহিলারাদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। তাদের এলাকায় কল থাকলেও কলে জল পড়ে না বলে অভিযোগ করেন মহিলারা। বিষয়টি স্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে, সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তাপসবাবু। বিক্ষোভকারীদের মধ্যে মধুমিতা দা, ঝুমা দা,মিতালী গড়াইয-রা জানান,উখরা গ্রাম পঞ্চায়েতের ৭ ও ১৬ নম্বর সংসদের ময়রা পাড়া, ধীবর পাড়া ও অস্তল পাড়ার একাংশে কলে জল পড়ে না দীর্ঘদিন ধরে। সে কথাই এদিন বিধায়ককে বলা হয়েছে। সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে বিধায়ক তাদের আশ্বাস দিয়েছেন। যদিও এই ঘটনাকে বিক্ষোভ মেনে নিতে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দলের স্থানীয় নেতারা জানান, কোন বিক্ষোভ হয়নি,স্থানীয় মহিলারা এলাকায় পানীয় জলের সমস্যার কথা বিধায়ককে জানিয়েছেন মাত্র। সমস্যার কথা জানার জন্যই এই কর্মসূচি। সেখানে মহিলারা সমস্যার কথা বলেছেন বিধায়ককে। এটা কর্মসূচির অংশ বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতারা।