সংবাদদাতা, অন্ডালঃ কলে জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো, নীলকন্ঠ তলার বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হাঁটিয়ে দেয়।অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের নীলকন্ঠ তলা এলাকায় ঘরে ঘরে জলের পাইপ লাইনের সংযোগ থাকলেও তাতে জল পড়ে না বলে অভিযোগ বাসিন্দাদের। অবিলম্বে জল সরবরাহ করার দাবিতে শনিবার অন্ডাল-উখড়া সড়কের নীলকন্ঠ তোলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়। এদিন বেলা ১০ টা নাগাদ স্থানীয় পুরুষ মহিলারা রাস্তা অবরোধে সামিল হন। প্রায় আধঘন্টা পর সেখানে পৌছায় উখড়া আউট পোস্টের পুলিশ। কিছুক্ষণ পরই পুলিশ অবরোধকারীদের হাঁটিয়ে দেয় স্বাভাবিক হয় রাস্তা দিয়ে যান চলাচল। বাসিন্দাদের পক্ষে ভারতী দত্ত, রিঙ্কু রজকরা জানান বেশ কয়েক মাস আগে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনদিনও জল পড়ে না। প্রয়োজনীয় জল জোগাড় করতে হয় পার্শ্ববর্তী এলাকা থেকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ বাদ্যকর জানান জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতিতেই ওই এলাকায় জল পড়ে না। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার ও পিএইচই দপ্তরের আধিকারিকদের বহুবার জল না পড়ার কথা জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই কলে জল বড় সরবরাহ শুরু হবে বলে আশ্বাস দেন গনেশবাবু।