নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ ভূঁইয়া সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে বঞ্চিত করে চাকরি হাতিয়ে নিয়েছে অন্য সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি। আসল ব্যক্তিকে চাকরিতে নিয়োগ ও অভিযুক্তের শাস্তির দাবিতে বুধবার বাকোলা এরিয়া অফিসে বিক্ষোভ দেখালো “ভূঁইয়া সমাজ উত্থান সমিতি”নামে একটি সংগঠন। ঘটনা সুত্রে জানা যায়, বাকোলা কোলিয়ারিতে চাকরি করতেন কৃষ্ণা ভূঁইয়া নামে এক ব্যক্তি। ২২ বছর আগে তিনি মারা যান। আইন অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারের কারো একজনের সেই চাকরিটি পাওয়ার কথা। বেশ কয়েক বছর আগে কৃষ্ণাবাবুর ছেলে কেদার ভূঁইয়াও মারা যান। বর্তমানে রয়েছে তার স্ত্রী কৌশল্যা দেবী ও নাতি শিবা ভূঁইয়া। কৌশল্যা দেবীর অভিযোগ, তার মৃত স্বামী ও ছেলের সমস্ত কাগজপত্র জালিয়াতি করে চাকরিটি হাতিয়ে নেয় সুকদেব পাশওয়ান নামে এক ব্যক্তি। বিষয়টি জানার পরেই কৌশল্যা দেবি শুকদেব পাসওয়ানের নামে থানায় অভিযোগ দায়ের করেন। সম্প্রতি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বঞ্চনার অভিযোগ সামনে আসতেই মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ায় ভূইয়া সম্প্রদায়ের সংগঠন “ভূঁইয়া সমাজ উত্থান সমিতি”। বুধবার সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় বাকোলা এরিয়া অফিসে। মৃত ব্যক্তির পরিবারের একজনকে অবিলম্বে চাকরিতে নিয়োগ ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ বলে জানান সংগঠনের পাণ্ডবেশ্বর ব্লকের সভাপতি কৃষ্ণা ভূঁইয়া। তিনি বলেন, মৃতের পরিবারের অজ্ঞতার সুযোগকে কাজে লাগিয়ে নকল কাগজপত্র বানিয়ে অভিযুক্ত বহাল তবিয়তে চাকরি করছে। চাকরি ছাড়াও মৃত খনি কর্মীর পরিবারকে আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। মৃত কৃষ্ণা ভূঁইয়ার নাতি শিবা ভূঁইয়াকে অবিলম্বে চাকরিতে নিয়োগ ও অভিযুক্ত শুকদেব পাসওয়ানের শাস্তির দাবি জানিয়ে বাঁকোলা এরিয়ার আধিকারিকের হাতে স্মারকলিপি দেওয়া হয়। সুবিচার না মিললে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিষয়টি নিয়ে এরিয়া আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Home পশ্চিম বর্দ্ধমান সম্প্রদায়ভুক্ত এক বঞ্চিত ব্যক্তিকে চাকরীতে নিয়োগের দাবিতে বিক্ষোভ ভূঁইয়া সমাজের