ইসিএলের কুমারডিহিতে জমির বদলে  চাকরির দাবিতে বিক্ষোভ

0
107

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ জমির বিনিময়ে চাকরির দাবিতে কুমারডিহি সিএম প্রজেক্টে কয়লা পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়দের একাংশ।পরে পুলিশ ও এরিয়ার জেনারেল ম্যানেজারের মধ্যস্থতাই বিক্ষোভ ওঠে। ইসিএল এর বাকোলা এরিয়ার কুমারডিহি এবিপিট কলিয়ারিতে সম্প্রতি চালু হয়েছে সিএম প্রজেক্ট। বেশ কিছুদিন ধরেই সেখানে চলছে কয়লা উৎপাদনের কাজ। কুমারডিহি গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ যে জমিতে সিএম প্রজেক্ট হয়েছে সেখানে গ্রামবাসীদের একাংশের ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। জমির পরিমাণ প্রায় ৩৬৫ একর। ইসিএল সিএম প্রজেক্ট এর জন্য সেই জমি অধিগ্রহণ করলেও নিয়ম অনুযায়ী জমির বিনিময়ে তাদের চাকরি দেয়নি। বিষয়টি নিয়ে কিছুদিন আগে জমির মালিকরা বিক্ষোভ দেখিয়েছিল সিএম প্রজেক্টে। যদিও বাকোলা এরিয়ার আধিকারিকদের বক্তব্য গ্রামবাসীরা যে জমি ব্যাক্তি মালিকানাধীন বলে দাবী করছেন সেই জমি ১৯৫৬ কোম্পানির আমলে অধিকগ্রহণ করা হয়েছে। যদিও গ্রামবাসীরা সংস্থার এই দাবি নস্যাৎ করে পাল্টা জানান জমির মালিকানার কাগজ তাদের কাছে রয়েছে। সোমবার সকাল ন’টা নাগাদ সিএম প্রজেক্ট চত্বরে ঢুকে সংস্থার কয়লা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। বন্ধ করে দেওয়া হয় খনিতে কয়লা উৎপাদনে ও। খবর পেয়ে সেখানে পৌঁছান বাকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দুপুর নাগাদ বাকোলা এরিয়ার আধিকারিক ও পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। সংস্থার এক আধিকারিক জানান আগামীকাল মঙ্গলবার  গ্রামবাসীদের বৈঠক হবে। বৈঠকের সমাধান সুত্র মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY