সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সোমবার কুমারডিহি ‘বি” খোলা মুখ খনির কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের লোকজনেরা। বেশ কয়েক ঘন্টা পর উঠে বিক্ষোভ। ইসিএলের বাকোলা এরিয়ার কুমারডিহি বি খোলা মুখ খনিতে ক্রমাগত ব্লাস্টিং এর ফলে ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় বসবাস করা আদিবাসীদের ঘর বাড়ির। বেশ কয়েকটি কাঁচা বাড়িতে ফাটল ধরেছে। বিষয়টি খনি কর্তৃপক্ষকে বারংবার জানানো সত্ত্বেও মেলেনি ক্ষতিপূরণ,বন্ধ হয়নি ব্লাস্টিংয়ের কাজ। তাই সোমবার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে “দিশম আদিবাসী গাঁওতা” নামে একটি সংগঠনের পক্ষ থেকে খোলা মুখ খনির কাজ বন্ধ রেখে দেখানো হয় বিক্ষোভ। সংগঠনের পক্ষে জলধর হেমব্রম বলেন, বেশ কয়েক দশক ধরে সংশ্লিষ্ট এলাকায় আদিবাসী পরিবার গুলি বসবাস করছে। খোলা মুখ খনিতে ব্লাস্টিং এর ফলে ক্ষতি হচ্ছে তাদের ঘরবাড়িতে। জানানো সত্ত্বেও খনি কর্তৃপক্ষ এই বিষয়ে কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন জলধরবাবু। সকাল ১১ টা থেকে শুরু হওয়া বিক্ষোভ চলে বেশ কয়েক ঘন্টা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।