সংবাদদাতা,অন্ডালঃ জলের দাবিতে ফের বিক্ষোভ উখরা পঞ্চায়েতে। সোমবার বিক্ষোভ দেখাই ১৫ নম্বর সংসদের বাসিন্দাদের একাংশ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রধান। শুক্রবার উখরা গ্রাম পঞ্চায়েতের হুজুক পাড়া এলাকার বাসিন্দাদের একাংশ পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল পঞ্চায়েত অফিসে। বচসার কারণে সেদিন উত্তেজনা ছড়িয়েছিল। সোমবার ঘটলো একই ঘটনা। এদিন বেলা দুটো নাগাদ পানীয় জলের দাবীতে পোখরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায় ১৫ নম্বর সংসদের (চ্যাটার্জি পাড়া, পাঠক পাড়া, রুইদাস পাড়া ) বাসিন্দাদের একাংশ। চন্দ্রশেখর রায়চৌধুরী,পার্বতী মুখার্জি,নিশিথ চ্যাটার্জী দের অভিযোগ পাড়াতে পিএইচই দপ্তরের পাইপ লাইনের সংযোগ থাকলেও দীর্ঘদিন ধরে তাদের পাড়ায় কলে জল পরে না। সম্প্রতি রাজ্য সরকারের “জল-স্বপ্ন” প্রকল্পে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও জলের সমস্যা মিটে নি। দীর্ঘদিন ধরেই 15 নম্বর সংসদ এলাকায় রয়েছে এই অবস্থা। পার্শ্ববর্তী পাড়া থেকে জল সংগ্রহ করে আনতে হয়, অথবা কিনে জল খেতে হয় বলে অভিযোগ তাদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় জানান জলের সমস্যার কথা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বহুবার জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ জানান বিভিন্ন এলাকায় পাইপ লাইনের কাজ চলছে। সেই কারণে কিছু কিছু এলাকায় জলের সমস্যা হচ্ছে। বিষয়টি পিএইচই দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে, দ্রুত জলের সমস্যা মিটবে বলে আশ্বাস দেন রিতা দেবী।