কাজ না পেয়ে নিতুড়িয়ার ভিড়িঙ্গিতে অনশন জমিদাতাদের

0
125

সাথী প্রামানিক,পুরুলিয়াঃ নিতুড়িয়া থানার রায়বাঁধ অঞ্চলের ভিড়িঙ্গি গ্রামের সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইনটেক পাম্প হাউসের জমিদাতাদের কাজের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন তাঁরা। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন ভিড়িঙ্গি গ্রামের ইনটেক পাম্প হাউসের মূল গেটের সামনে। জমিদাতাদের মধ্যে তিনটি পরিবারের সদস্যরা এই দাবিতে অনশন শুরু করেছেন। পরিবারের মহিলারাও বাচ্চা কোলে নিয়েই অনশন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে দুই অনশনকারি অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সারা রাত তারা অনশন চালিয়ে যায়। শুক্রবার দুপুরে তাঁদের নিতুড়িয়া ব্লকের বিডিও অফিসে আলোচনার জন্য ডাকা হয়। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে সেখানে পাম্প হাউস কর্তৃপক্ষ, প্রশাসনের কর্তারা বৈঠক করেন। ওই ত্রিপাক্ষিক বৈঠকে কোন সমাধান সূত্র বের না হওয়ায় অনশন প্রত্যাহার করেন নি আন্দোলনকারীরা। টানা অনশন চালিয়ে যাওয়ার ফলে  ধীরে ধীরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়েছে। অনশনকারীদের মধ্যে নেপাল ভান্ডারি, বিমল ভান্ডারি জানান,পাম্প হাউসের জন্য জমি গেলেও তাঁরা কাজ পান নি। অথচ, একই পরিবারের একাধিকজন কাজ পাচ্ছেন। সেই ক্ষেত্রে তাঁরা বঞ্চিত রয়েছেন। বিভিন্ন জায়গায় জানিয়েও কাজ না হওয়ার জন্যই তারা অনশন শুরু করেছেন।

LEAVE A REPLY