নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ খানাখন্দে ভরা বেহাল রাস্তা। দ্রুত সংস্কারের দাবিতে ইসিএলের কয়লা পরিবহন আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। শেষে কোলিয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কুমারডিহির লালবাংলা থেকে এবি পিট কোলিয়ারি হয়ে জোয়ালভাঙ্গা যাওয়ার রাস্তাটি। খানাখন্দে ভরা রাস্তায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলাশয়ের আকার নেয়। এই রাস্তা দিয়ে ডাম্পারে করে কয়লা পরিবহন করা হয় কুমারডিহি এবি পিট কোলিয়ারির। অনবরত কোলিয়ারির ওভারলোডিং ডাম্পার যাতায়াতের ফলে রাস্তাটির এমন হাল হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। দ্রুত রাস্তাটির সংস্কার করার দাবিতে মঙ্গলবার ওই রাস্তায় কোলিয়ারির কয়লা পরিবহন আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভকারীদের পক্ষে বিজয় চাঁদ মন্ডল বলেন, ওভারলোডিং ডাম্পার চলাচলের ফলে রাস্তাটির ক্ষতি হচ্ছে। এছাড়াও কয়লা পরিবহন করার সময় ডাম্পার থেকে কয়লা ও কয়লার গুড়ো পড়ে জমা হচ্ছে রাস্তার উপর। বৃষ্টি পড়ার কারণে তাই রাস্তাটি ভয়ংকর হয়ে উঠেছে। এবিপি কোলিয়ারির এজেন্ট অচিন্ত্যকুমার হালদার জানান, কুমারডিহি মোড় থেকে জোয়ালভাঙ্গা মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি। আধিকারিকের এই আশ্বাসে ঘন্টা দু’য়েক পর উঠে যায় অবরোধ ও বিক্ষোভ।