তিন মাস বেতন না পেয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ পুরকর্মীদের

0
93

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ঠিকাদার সংস্থার গাফিলতির জেরে গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না পুরসভার সাফাই কর্মী ও গাড়ির চালকরা। একাধিকবার বলেও কোনও সুরাহা হয় নি। প্রতিবাদে সোমবার সকালে সাফাইয়ের কাজ বন্ধ করে আবর্জনা সংগ্রহ করার সমস্ত গাড়ি পুরসভার সামনে রেখে বিক্ষোভে সামিল হন সাফাই কর্মী ও গাড়ির চালকরা। ফলে সোমবার সকাল থেকে শহরে জঞ্জাল পরিস্কার হয় নি। সাফাই কর্মীরা গাড়ি না নিয়ে আসায় অনেকে রাস্তার ধারে আবর্জনা ফেলে দিয়েছেন। সাফাইকর্মীদের অভিযোগ আগের ঠিকাদার সংস্থা সঠিক সময় বেতন দিয়েছে। জানুয়ারী মাস থেকে আসামের এক ঠিকাদার সংস্থা দায়িত্ব নেওয়ার পর সমস্যা শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে বেতন দিচ্ছে না ঠিকাদার সংস্থা। পরে মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের আশ্বাসে কাজে যোগ দেন কর্মীরা।

LEAVE A REPLY