অবৈধ দোকান ভাঙতে ফের এডিডিএর অভিযান

0
47

বিশেষ প্রতিনিধি,দু্র্গাপুরঃ সিটি সেন্টার অঞ্চলে সরকারি জমি দখল করে যারা দোকান তৈরি করেছিল তাদের সরে যাওয়ার জন্য কয়েকদিন আগে নোটিশ দিয়েছিল এডিডিএ। হাতে গোনা কয়েকজন বাদে বাকিরা কেউ তাদের দোকান সরায় নি। বুধবার সকাল থেকে এডিডিএর তরফে এক অভিযান চালানো হয় এবং মেশিন দিয়ে সমস্ত অবৈধ দোকান ভেঙে দেয় এডিডিএ। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তার জন্য বিশাল পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল। এডিডিএর তরফে জানা গেছে, এখনও কিছু দোকান ভাঙা বাকি আছে। আগামী কয়েকদিনের মধ্যে আবারও অভিযান চালিয়ে সেই সব অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হবে।

LEAVE A REPLY