নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দীর্ঘ দুমাস ধরে এলাকার অধিকাংশ রেশন গ্রাহক রেশন পাচ্ছেন না। চালু হয়নি দুয়ারে রেশন প্রকল্পও। আজ ফের রেশন দোকানে গিয়ে রেশন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার খাতড়ার দাসের মোড়ের।বাঁকুড়ার খাতড়া দাসের মোড় এলাকায় কল্যানী মহাপাত্রর রেশন দোকান থেকে খাতড়ার মুসলিম পাড়া সহ বিস্তীর্ন এলাকার গ্রাহকদের রেশন দ্রব্য বন্টন করা হয়। সারা রাজ্যেই দুয়ারে রেশন প্রকল্প শুরু হলেও খাতড়ার দাসের মোড়ের রেশন ডিলার কল্যানী মহাপাত্রর খামখেয়ালিপনায় তা শুরুই হয়নি। রেশন দোকানে গিয়েও রেশন পাচ্ছেন না স্থানীয় রেশন গ্রাহকরা। স্থানীয় রেশন গ্রাহকদের অভিযোগ গত দু মাস ধরে অধিকাংশ গ্রাহককে রেশন না দিয়ে তা আত্মসাৎ করেছেন ওই রেশন ডিলার। আজ দুপুরেও রেশন পাবার আশায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ওই রেশন দোকানের সামনে। দীর্ঘক্ষণ পরে রেশন দোকান খুলে হাতে গোনা দু তিন বস্তা চাল নামিয়ে রেশন ডিলার ঘোষণা করেন ওই কয়েকবস্তা চাল যতজনকে দেওয়া যায় তিনি দেবেন। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যদের ফিরতে হবে খালি হাতেই। রেশন ডিলারের এই ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসতে থাকেন রেশন গ্রাহকরা। রেশন দোকান থেকে চালের বস্তা সিমলাপাল খাতড়া রাস্তায় নামিয়ে পথ অবরোধে সামিল হন এলাকার রেশন গ্রাহকরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর খাতড়া থানার পুলিশ অবরোধস্থলে হাজির হয়। অভিযুক্ত রেশন ডিলারকে পাওয়া যায়নি। তাঁর পুত্রবধূ গ্রাহকদের দুমাস রেশন না দেওয়ার কথা কার্যত স্বীকার করে নেন। তাঁর বক্তব্য পরিকাঠামোর অভাবের কারনেই এই সমস্যা হয়েছে। তবে তাঁর আস্বাস খুব দ্রুত প্রতিটি গ্রাহককে দুমাসের বকেয়া রেশন সামগ্রী দিয়ে দেওয়া হবে। বিভিন্ন অসুবিধার কারনে এতদিন বন্ধ থাকা দুয়ারে রেশনও শীঘ্রই চালু করার আস্বাস দিয়েছেন ওই রেশন ডিলার।