নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি আর সেই দুর্নীতির শিকার হয়েছে সাধারণ মানুষ। এখন যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই দুর্নীতি। চাকরির দুর্নীতি, কয়লা বালি দুর্নীতি, গরু কেলেঙ্কারি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তচ্ছরূপ, আবাস যোজনা সহ ১০০ দিনের কাজ সর্ব ক্ষেত্রেই দুর্নীতির শিকার সাধারণ মানুষ। আর এইসব দুর্নীতির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করলো বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, আগামী দিনের স্বচ্ছ নিয়োগের দাবি ও দুর্নীতিগ্রস্তদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবিতে আন্দোলন আগামী দিনে চলবে বলেই দাবি বিজেপি নেতৃত্বের।