সার ও বীজের কালোবাজারীর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

0
113

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্য জুড়ে সার ও বীজের কালোবাজারী বন্ধ করার দাবীতে পথে নামল বিজেপি। আজ বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় ধান চারা লাগিয়ে ৬০ এ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কিষাণ মোর্চার কর্মীরা। অবরোধে সামিল হন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানাও। মাঠ থেকে উঠতে শুরু করেছে আমন ধান। চলছে আলু সহ অন্যান্য শীতকালীন ফসলের জন্য জমি তৈরীর কাজ। এই সময় রাজ্য জুড়ে ব্যাপক চাহিদা থাকে রাসায়নিক সার ও বীজের । অভিযোগ সেই চাহিদার সুযোগ নিয়ে একশ্রেনীর ব্যবসায়ী রাজ্যের প্রতিটি জেলায় শুরু করেছে রাসায়নিক সার ও বীজের কালোবাজারী। রাজ্য সরকার সে বিষয়ে দৃষ্টি দিচ্ছে না। এই পরিস্থিতিতে অবিলম্বে রাজ্য জুড়ে সার ও বীজের কালোবাজারী বন্ধ না করতে পারলে সাধারণ কৃষকেরা শীতকালীন ফসল চাষ করতে পারবেন না। অবিলম্বে সার ও বীজের কালোবাজারী বন্ধের দাবীতে আজ বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে ৬০ এ জাতীয় সড়কে বসে পড়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কিষাণ মোর্চার কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ধানের গোছা নামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। প্রায় আধঘন্টা ধরে বিক্ষোভ চলার পর অবশেষে বাঁকুড়া সদর থানার পুলিশের আস্বাসে অবরোধ ওঠে। এই অবরোধের জেরে ৬০ এ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। তৈরী হয় ব্যাপক যানজটের। আগামী দিনে সার ও বীচের দাম না কমালে কালোবাজারি বন্ধ না করলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

LEAVE A REPLY