সংবাদদাতা,অন্ডালঃ রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লক- এ আক্রান্ত হয় সিপিএম নেতা কর্মীরা। প্রথমে কর্মীদের মারধর,তারপর পার্টি অফিসে হামলা। শেষে দলের জেলা সম্পাদক নিরঞ্জন সীহি সহ ১৭ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ বলে অভিযোগ দলের। পুলিশি হামলার প্রতিবাদ ও দলীয় নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে শনিবার অন্ডাল থানায় বিক্ষোভ কর্মসূচি করে সিপিআইএম। থানা চত্বরে এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন দলের নেতা প্রবীর মন্ডল,পরেশ মন্ডল,অঞ্জন বকসী, সুবাস বাউরী সহ অন্যরা। বিক্ষোভ চলে সকাল দশটটা থেকে সাড়ে বারটা পর্যন্ত। পরে থানার আধিকারিকের হাতে ডেপুটেশন দেওয়া হয় দলের পক্ষ থেকে। সিপিআইএম নেতা প্রবীর মন্ডল জানান, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মানুষের গণতন্ত্র হরণ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে আক্রান্ত হচ্ছে বাম কর্মীরা।