সংবাদদাতা,অন্ডালঃ বেশ কয়েকটি আর্থিক দাবি-দাওয়া নিয়ে বুধবার অন্ডাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ দেখালো ঠিকা শ্রমিকরা। কর্তৃপক্ষের হাতে দেওয়া হয় দাবীসনদও। বুধবার সকাল ছ’টা থেকে অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের সামনে বিভিন্ন আর্থিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখায় ঠিকা শ্রমিকেরা।জানা গেছে, তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন কাজের দায়িত্বে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। এরকমই একটি সংস্থার অধীনে কাজ করেন প্রায় ৩২০ কুড়ি জন ঠিকা শ্রমিক। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের এরিয়ার,গ্র্যাচুইটি বাকি রয়েছে। দেওয়া হচ্ছে না নাইট এলাউন্স, হাউসিং রেন্ট এর প্রাপ্য অর্থও। ২০২১ সালের নভেম্বর মাসে শ্রমিকদের ইনক্রিমেন্ট বেড়েছে। কিন্তু দেওয়া হচ্ছে না বর্ধিত এরিয়ার টাকা। চার মাসের দেওয়া হলেও বকেয়া রয়েছে ১৪ মাসের টাকা। শ্রমিকরা জানান, আগে তারা একটি বেসরকারি সংস্থার অধীন ছ’বছর কাজ করেছিলেন। তারপর সংস্থাটি কাজ বন্ধ করে দেয়। পরে ওই একই সংস্থা নাম পাল্টে অন্য নামে ফিরে আসে। এখন তারা এই কোম্পানির অধীনে কাজ করছেন। শ্রমিকদের অভিযোগ, পুরনো সংস্থায় শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা বকেয়া রয়েছে। সংস্থার নাম বদল হয়ে যাওয়ায় নতুন সংস্থা সেই টাকা দিতে চাইছে না। এছাড়াও ২০১৭ সালের পর থেকে নাইট এলাউন্স, টিফিন ও হাউসিং রেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বকেয়া টাকা ও নাইট এলাউন্স, টিফিন, হাউস রেন্ট অবিলম্বে চালু করার দাবিতে এই দিনের বিক্ষোভ বলে জানান ঠিকা শ্রমিকেরা। শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে ডিভিসি কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কোন আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।