একাধিক সুবিধাপ্রাপ্তীর দাবীতে পুরুলিয়ায় জেলা প্রশাসনকে স্মারকলিপি পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের

0
88

সাথী প্রামানিক,পুরুলিয়া, ৪ নভেম্বরঃ অন্ত্যোদয় অন্ন যোজনার সুযোগ সুবিধা, মানবিক ভাতা বৃদ্ধি, বাসে বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেন সংগঠিত প্রতিবন্ধীরা। পশ্চিম বঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ নামের ওই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ হয়। পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত হন সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। সেখান থেকে দাবি ও বঞ্চনা স্লোগানের মধ্যে তুলে মিছিল করেন তাঁরা। জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে ফের বিক্ষোভ দেখান তাঁরা। পরে জেলাশাসকের উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপি অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন প্রতিনিধিরা। এদিনের কর্মসূচিতে থাকা সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সৈকত কুমার কর বলেন, “দারিদ্র্য সীমার নিচে বাস করছেন প্রতিবন্ধীরাও। অথচ, আমাদের মতো প্রতিবন্ধীদের জন্য নূন্যতম খাদ্যের নিশ্চয়তা দিতে পারে নি সরকার। দুর্ভাগ্যজনকভাবে অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড দেয় নি রাজ্য। এছাড়া ১ হাজার টাকার ভাতার ভিক্ষে না দিয়ে কমপক্ষে ৫ হাজার টাকা মানবিক ভাতার দাবি করছি আমরা। দাবি গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা না করলে ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস থেকে দূর্বার আন্দোলন করব।” সংগঠনের পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে আয়জিত আজকের কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা রঙ্গলাল কুমার সহ অনেকে। সংগঠনের যুগ্ম সম্পাদক যুধিষ্ঠির গরাই বলেন, “পুরুলিয়ায় প্রতিবন্ধীরা উপেক্ষিত বঞ্চিত হচ্ছেন বেশি। প্রতিবন্ধী দেখলেই বাসে তুলতে চায় না, এড়িয়ে যায়। শারীরিক পরিস্থিতির সরকারিভাবে আরও মানবিক আশা করতেই পারি। “

LEAVE A REPLY