সংবাদদাতা, অন্ডালঃ ঘন ঘন লোডশেডিং এর কারণে বুধবার উখড়া বিদ্যুৎ কার্যালয়ে বিক্ষোভ দেখালো সফিক নগর এলাকার বাসিন্দাদের একাংশ। এদিন বারোটা থেকে প্রায় ঘন্টা খানেক কার্যালয়ে চলে বিক্ষোভ। বাসিন্দাদের পক্ষে শেখ জাকির হোসেন জানান দীর্ঘদিন ধরে শফিক নগর এলাকায় বারবার বিদ্যুৎ বিভ্রান্তের কারণে লোডশেডিং হয়। এমনিতে গরমের কারণে বেহাল অবস্থা, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। রাতে বেলায় বিদ্যুৎ বিভ্রান্ত হলে দপ্তরের কোনো কর্মীকে পাওয়া যায় না বলে অভিযোগ করেন জাকির বাবু। সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরে আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। সেই কারণেই এই দিনের বিক্ষোভ বলে জানান তিনি। বিক্ষোভ এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই উখরা ফাঁড়ির পুলিশ। পুলিশের মধ্যস্থতাই বিক্ষোভ উঠে। বিক্ষোভকারীদের অভিযোগের উত্তরে উখড়া বিদ্যুৎ দপ্তরের আধিকারিক রমেশ জানা জানান গরমের কারনে বিদ্যুতের চাহিদা বেড়েছে সেই জন্য মাঝেমধ্যে লোডশেডিং হচ্ছে। তাছাড়া ওই এলাকায় ট্রান্সফরমায় ওভারলোডিং ও লোডশেডিং এর কারণ বলে জানান রমেশবাবু। রাতে বিদ্যুৎ বিভ্রান্ত হলে কর্মী পাওয়া যায় না এই অভিযোগের উত্তরে রমেশ বাবু জানান গ্রাম পঞ্চায়েত এলাকায় রাত দশটার পর পরিষেবা দেওয়ার নিয়ম নেই। তবে বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রমেশ বাবু।