নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের পর ৯ নম্বর ওয়ার্ডেও থাবা বসালো ডেঙ্গি। নয় নং ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মোট ১৭ জন। ওয়ার্ড জুড়ে ঝোপ ঝাড় ও অপরিস্কার নর্দমায় উঠে আসছে অব্যবস্থার ছবি। স্বাভাবিকভাবে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।গত মাসখানেক ধরেই বাঁকুড়া শহরে ক্রমশ থাবা বসাচ্ছে ডেঙ্গি। তবে এতদিন মূলত শহরের ১৯ নম্বর ওয়ার্ডেই সীমাবদ্ধ ছিল ডেঙ্গির সংক্রমণ। পুরসভা সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত বাঁকুড়া শহরে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫২ জন। তবে এবার শুধু ১৯ নম্বর ওয়ার্ডেই নয় ডেঙ্গি ছড়িয়ে পড়ছে বাঁকুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডেও। এলাকায় দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এর জন্য পুরসভাকেই কাঠগড়ায় তুলছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি গোটা এলাকা ঝোপঝাড়ে ঢেকে রয়েছে। নিয়মিত পরিস্কার না হওয়ায় এলাকার নর্দমাগুলিতে জমে রয়েছে জল। আর তাতেই মশার বংশ বৃদ্ধি ঘটছে।লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও। স্থানীয় কাউন্সিলরের দাবি নিয়মিত নর্দমা পরিষ্কার করা হয়। অধিকাংশ ঝোপঝাড়ের এলাকা ব্যক্তিগত হওয়ায় তা পরিষ্কার করা সম্ভব হয় না বলেই দ্বায় এড়িয়েছে পুর প্রতিনিধী।স্বাস্থ্য অধিকর্তার দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ১৪ জন ডেঞ্জি আক্রান্ত, সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে বেশিরভাগ ডেঙ্গি আক্রান্ত যে পৌর এলাকায় সে কথা মেনে নিয়েছেন সহ মূখ্য স্বাস্থ্য আধিকারিক।