নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া এক নাম্বার ব্লকের আগয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই সামগ্রী নষ্ট করল বাঁকুড়া আফগানি দপ্তর। বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন সকালে অভিযান চালায় আবগারি দপ্তরের আধিকারিক ও বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযানে ৬০০ লিটার গুড় জল, ১০০ লিটার চোলার মদ প্রচুর পরিমান চোলায় সামগ্রী,চোলাই মজুদ রাখার হাড়ি নষ্ট করেছে আফগানি দপ্তর। সামনেই দোল উৎসব চোলায় মদের রমরমা বাড়ে, সে কারণেই এই অভিযান বলে দাবি আফগারি দপ্তরের। আগামী দিনও এমন অভিযান চালানো হবে এমনটাই খবর আফগারি দপ্তর সূত্রে।