বাংলায় ২২-২৪ আসন পাবে বিজেপি,দাবি সৌমিত্র খাঁর

0
1067

দুর্গাপুর,৪ মার্চঃ আজ দিল্লি থেকে দুর্গাপুরে আসেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খাঁ। দল ছাড়ার পরপরই তাঁর বিরুদ্ধে বাঁকুড়া জেলার একাধিক থানায় বেশ কয়েকটি মামলা করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন,পশ্চিমবঙ্গে এখন একটাই নীতি। তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ কিছু করলে তাঁকে এরাজ্যে আর রাজনীতি করতে দেওয়া যাবে না। গতকাল সারা রাজ্যে বিজেপির বাইক মিছিল নিয়ে তিনি বলেন, বেলদা থেকে দুর্গাপুর পর্যন্ত যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তা মানুষ দেখেছে, মানুষই এর জবাব দেবে। এদিন তিনি দিল্লি থেকে বিমানে অন্ডালে এসে নামেন। সেখান থেকে আসেন দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথি ভবনে। তিনি জানান,তার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে। সেবিষয়ে আদালতের নির্দেশেই তিনি দুর্গাপুরে এসেছেন। এদিন তাকে দুর্গাপুর মেন থানাতেও আসতে হয়। জানা গেছে বাঁকুড়া জেলার পুলিশ সুপার তাঁর সঙ্গে কথা বলতে আসবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,লোকসভায় ৪০০ র কাছাকাছি সিট পাবে বিজেপি। আর বাংলায় ২২ থেকে ২৪টি আসন পাবে তারা।