তৃণমূলী স্ত্রী অনন্যার সঙ্গে কোন সম্পর্ক নেই,বলে দিলেন জয় ব্যানার্জী

0
2515

দুর্গাপুর, ১৪ ডিসেম্বরঃ তৃণমূলী স্ত্রী অনন্যার সঙ্গে তাঁর কোন সম্পর্ক নেই। দাম্পত্য বিষয়ে মিডিয়ার করা এক প্রশ্নের জবাবে সরাসরি একথা জানিয়ে দিলেন অভিনেতা ও বিজেপির অন্যতম রাজ্যস্তরের নেতা জয় ব্যানার্জী। কাঁকসার বিজেপি কর্মী সন্দীপ ঘোষের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাইফুলকে গ্রেফতারের দাবিতে দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানে তাঁকে রাজনৈতিক প্রশ্নের পাশাপাশি তাঁর দাম্পত্য জীবন নিয়েও প্রশ্ন করা হয়। এপ্রসঙ্গে তিনি কোনরকম গোপনীয়তা না রেখেই জানান,আমার স্ত্রী অনন্যা এখন অতীত। তার সাথে আমার কোন যোগসূত্র নেই। ও ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। কারন আমাকে ওর আত্মীয়রা বলেছিল তৃণমূলে যেতে। আমাকে মন্ত্রী-বিধায়ক করার কথাও বলেছিল।  কিন্তু আমি স্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দিয়েছি মোদিজি-র জন্য আমি সবাইকে ছাড়তে পারি। মোদিজি-কে ছাড়তে পারি না। এবিষয়ে সাংবাদিকরা তাকে বলেন,কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্রোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী দেবীর সম্পর্ক ঘিরে যে বিতর্ক চলছে সেই দোষে কি রাজ্যের আরও এক মন্ত্রী অরুপ বিশ্বাসকে দুষ্ট করা যায়। কারন সোশাল মিডিয়ায় অরুপ বিশ্বাসের সাথে অনন্যার ছবি দেখা যাচ্ছে। তাহলে কি একই দোষে দুষ্ট অরুপবাবু? প্রশ্নের উত্তরে জয় ব্যানার্জী জানান, ‘দেখুন ছাড়া গরু কোন মাঠে ঘাস খাবে সেটা তার ব্যাপার। আমি কিছুই বলতে পারব না’।

LEAVE A REPLY