বিশেষ প্রতিনিধি,দুর্গাপুর: তৃণমূল সাংসদ সৌগত রায়কে জুতো পেটা করার নিদান দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড মামড়া বাজারে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষের এই মন্তব্য সমর্থন যোগ্য নয় বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন ‘দিলীপ ঘোষের এমন মন্তব্য দল কখনই সমর্থন করে না। তবে সৌগত রায় যে ধরনের মন্তব্য করেছেন তাতে যে কোন লোকের মাথা গরম হয়ে যাবে।’ কয়েকদিন আগে সৌগত রায় দলের এক কর্মীসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে বলেছিলেন ‘পিঠের চামড়া তুলে সেই চামড়া দিয়ে জুতো তৈরি করবেন।’ এদিন দুর্গাপুরে সৌগত রায়ের মন্তব্য উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন ‘সৌগত রায়ের সত্তোর বছর বয়স। ঠিকমত হাঁটতে পারেন না। পিছন থেকে কুকুর ঘেউ করলে দৌড়াতে পারবেন না। ধুতিতে পা জড়িয়ে পড়ে যাবেন। সে আবার ডায়লগ দিচ্ছে পিঠের চামড়া তুলে জুতো তৈরি করবেন। জানি না উনি জুতো পড়েন কী না। একটু অপেক্ষা করুন, পিঠের ছাল – কোমরের কাপড় কিছুই থাকবে না। সবে তো শুরু হয়েছে।’ দিলীপ আরও যোগ করেন ‘সৌগত রায় একজন প্রাক্তন অধ্যাপক। তাঁর মুখে এই ধরনের ভাষা। এদের জুতো পেটা করা উচিত। কোথায় যাচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা। এই বাংলায় বিদ্যাসাগর – প্রণব মুখোপাধ্যায় পড়াশোনা করেছেন।’