নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া সদর থানার বেলবনি এলাকায়। আজ সকালে বেলবনি গ্রাম সংলগ্ন খড়ি খাদান এলাকার একটি জঙ্গলে গাছের ডালে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় ওই যুগলকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুগলের না। রিয়া লাই ও কৃষাণু পরামানিক। রিয়ার বাড়ি স্থানীয় ধাদিকা গ্রামে ও কৃষাণুর বাড়ি বেলবনি এলাকায়। এদিন যুগলকে গাছের ডালে মৃত অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে অনুমান প্রণয় ঘটিত কারনে ওই যুগল আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।