বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ মাসের এক তারিখে বেতন ও বকেয়া পিএফের টাকা জমা করার দাবিতে কর্মীদের বিক্ষোভ ডিপিএলে। সম্প্রতি ডিপিএল থেকে ৩১২ জন কর্মীকে রাজ্যের খাদ্য দপ্তরের বীরভূম, বাঁকুড়া সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বদলি করা হয়েছিল। ওই কর্মীদের একাংশ মাস পয়লা বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এরপরেই নড়েচড়ে বসে ডিপিএল ম্যানেজমেন্ট। কী ভাবে বেতন দেওয়া হবে ও পিএফের টাকা কবে জমা করা হবে সেই বিষয়ে এদিন একটি বৈঠক করেন ডিপিএল ম্যানেজমেন্ট। সংস্থার জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ‘যে সব কর্মীদের বদলি করা হয়েছে শুধু তারা নন, ডিপিএলের কোনও কর্মী এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পান নি। ফান্ড ক্রাইসিসের জন্য এটা হয়েছে। তবে দ্রুত বেতন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কর্মীদের কত মাসের পিএফের টাকা জমা পড়ে নি সেটা নির্দিষ্ট করে বলতে পারব না। কয়েক মাসের টাকা জমা পড়ে নি। ফান্ড জোগাড় হলেই পিএফের টাকা জমা করা হবে। দ্রুত পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য এদিন ম্যানেজমেন্টের একটি বৈঠক হয়। দ্রুত সমাধান হয়ে যাবে।’