সংবাদদাতা,অন্ডালঃ এলাকার কুয়ো,পুকুরে নেমে গেছে জলস্তর। কলে পরে না পর্যাপ্ত জল। পানীয় জলের হাহাকার দুবচুরিয়া গ্রামের একাংশে। পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে বিডিও-র দ্বারস্থ হলেন বাসিন্দারা। অন্ডাল পঞ্চায়েতের দুবচুরিয়া গ্রামের শিব মন্দির পাড়া। এই পাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দশ বছর ধরে তাদের পাড়াতে রয়েছে পানীয় জলের তীব্র সংকট। এখানে ভূগর্ভ জলস্তর কম থাকায় পুকুর,কুয়োতে জল থাকে না বছরের অধিকাংশ সময়। দুর্গাপুর কর্পোরেশনের পাইপ লাইনের মাধ্যমে এলাকায় জল সরবরাহ করা হয়। কিন্তু শিব মন্দির পাড়ায় পর্যাপ্ত জল পৌঁছায় না। বেশিরভাগ দিন কল থাকে নির্জলা। বাসিন্দা অতনু চাকদার,মুনমুন চাকদার-রা জানান, কর্পোরেশনের জলের সংযোগ নেওয়ার জন্য আট হাজার টাকা দিতে হয়েছে। প্রতি মাসে দিতে হয় ৭০ টাকা করে। কিন্তু তারা জল পান না। আগে সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হতো শিব মন্দির পাড়াতে। কিন্তু কিছুদিন আগে জলের ট্যাঙ্কারে ধাক্কায় একটি ছাগল মারা যায় তারপর থেকে ট্যাংকার আসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানান এলাকাবাসী। ফলে এখন তাদের নির্জলা দিন কাটছে বলে জানিয়েছেন তারা। পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার অন্ডাল বিডিও অফিসে বিক্ষোভ দেখান শিব মন্দির পাড়ার বাসিন্দাদের একাংশ। বিডিও অনুপস্থিত থাকায় তারা স্মারকলিপি দেন অন্য এক আধিকারিকের হাতে। অন্যদিকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে জানান, ওই এলাকায় পানীয় জল সরবরাহ করার দায়িত্ব ডিএমসি-র। সেখানে পানীয় জলের সংকট রয়েছে বলে স্বীকার করেন সুধীন বাবু। তিনি জানান, ওই এলাকায় জলের সমস্যা সমাধানের জন্য ওখানে একটি সাবমারসিবল পাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অন্ডাল ভূমি দপ্তর অফিসের সামনে চলছে জলের ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের কাজ। ওই ওভারহেড ট্যাংক থেকে শিব মন্দির পাড়া এলাকায় জল সরবরাহ করা হবে। খুব শীঘ্রই জলের সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানান তিনি।