নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের পানীয় জল সরবরাহের ক্ষেত্রে মূল আধার দারকেশ্বর নদ। দীর্ঘ অনাবৃষ্টিতে সেই দারকেশ্বর নদই শুকিয়ে কাঠ। জলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পাম্প হাউসের একের পর এক পাম্প। পরিস্থিতি সামাল দিতে ৪০ কিমি দূরের মুকুটমনিপুর জলাধার থেকে ক্যানেলের মাধ্যমে জল এনে দারকেশ্বরে ফেলে তা রিচার্জের প্রয়াস শুরু করল বাঁকুড়া পুরসভা। অম্রুত প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতি করার ফল এখন ভূগতে হচ্ছে বাঁকুড়ার মানুষকে কটাক্ষ বিজেপির।বাঁকুড়া শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে দারকেশ্বর ও গন্ধেশ্বরী নদী। এর মধ্যে বাঁকুড়া শহরের একটা বড় অংশে জল সরবরাহ হয় দারকেশ্বর নদ থেকে। এই নদের পাতাকোলা, মাদাকাটা, কানকাটা, কৃষ্ণনগর ও রাজগ্রাম এই পাঁচটি পাম্প হাউস থেকে শহরের বেশিরভাগ অংশে জল সরবরাহ করে বাঁকুড়া পুরসভা। বছর কয়েক আগে বাঁকুড়া শহরের জল সমস্যা মেটানোর জন্য দুর্গাপুর থেকে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ প্রকল্প চালু হলেও বাঁকুড়া পুরসভার দাবী দারকেশ্বর নদের জলের চাহিদা কমেনি এতটুকুও। এদিকে দীর্ঘ অনাবৃষ্টির জেরে দারকেশ্বর নদে এখন শুধুই ধু ধু বালি। জলের ছিঁটে ফোঁটাও নেই নদীগর্ভে। এই পরিস্থিতিতে পাঁচটি পাম্প হাউসে একের পর এক পাম্প বিকল হয়ে পড়ছে। দারকেশ্বর থেকে শহরে জল সরবরাহ অব্যাহত রাখতে এবার সেচ দফতরকে চিঠি দিয়ে ক্যানেলে জল ছাড়ার আবেদন জানালো বাঁকুড়া পুরসভা। ক্যানেলের সাহায্যে সেই জল পৌঁছে যাবে ওন্দা ব্লকের সিধা গ্রামের কাছে। সেখানে ক্যানেলের উপর অস্থায়ী বাঁধ তৈরী করে জলের উচ্চতা বাড়িয়ে ক্যানেল পাড়ের লক গেটের মাধ্যমে পার্শ্ববর্তী জমিতে ছেড়ে দেওয়া হবে। সেই জমি ভাসিয়ে জল স্থানীয় একটি জোড়ের মাধ্যমে গিয়ে পড়বে দারকেশ্বর নদে। পুরসভার দাবী এভাবে দারকেশ্বর নদকে একবার রিচার্জ করতে পারলে বর্ষা পর্যন্ত শহরে পর্যাপ্ত জল সরবরাহ অব্যাহত রাখা যাবে। বিজেপির দাবী জল নিয়ে নাটক করছে তৃনমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা। বিজেপি বিধায়কের অভিযোগ কেন্দ্রের দেওয়া অম্রুত প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার ফলই বাঁকুড়ার মানুষকে ভোগ করতে হচ্ছে।