সাথী প্রামানিক,পুরুলিয়া,২২ মেঃ পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটে আড়ষা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামে। এদিন গ্রামবাসীরা হাতে দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে, রাস্তায় জলের পাত্র রেখে পুরুলিয়ার বেলডি থেকে আড়ষা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা আবরোধ করেন। বেশ কয়েকটি যানবাহন আটকে পড়ে রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আড়ষা থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ মুক্ত করার চেষ্টা করেন। অবশ্য এক ঘণ্টার মধ্যেই অবরোধ উঠে যায়। ২০১৩ সালে জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে কুদাগাড়া জল প্রকল্পে কাঞ্চনপুর গ্রাম দিয়ে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা করা হয়। ২০২১ সালে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন বসানো হয়। তারপর থেকেই ঘটে বিপত্তি। গ্রামবাসীর অভিযোগ, কিছুদিন জল সরবরাহের পরই তা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। অথচ, গ্রামের ২ কিমির মধ্যেই রয়েছে কংসাবতী নদী। তবুও গ্রামে জলের সমস্যা রয়েছে। গ্রামে নলকূপ থাকলেও বর্তমানে নির্জলা। গ্রীষ্মকালে জলস্তর অনেকটা নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে পর্যাপ্ত জল পড়ে না। দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হয় গ্রামবাসীদের। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিসে জানিয়েও কোনো লাভ না হওয়ায় রাস্তা অবরোধ করে নিজেদের দাবি আদায়ে নেমে পড়েন তাঁরা। গত ৬ মে রাস্তা অবরোধ করলে প্রশাসনের পক্ষ থেকে জল সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ। তাই এবার দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।