ডিটিপিএস বাঁচাতে আইএনটিটিইউসির মিছিল 

0
77

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ডিভিসির ডিটিপিএস বাঁচাতে ও পাঁচ নম্বর ইউনিট তৈরি করার দাবিতে বুধবার একটি প্রতিবাদ মিছিল করল আইএনটিটিইউসি। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক। দুর্গাপুরে ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচ নম্বর ইউনিট তৈরি করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। দুর্গাপুরের এই ইউনিটে বহু স্থানীয় যুবক ঠিকাকর্মী হিসাবে কাজ করতেন। ইউনিট বন্ধ হয়ে যাওয়াতে প্রত্যেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এদিন মিছিলের নেতৃত্বে থাকা জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক বলেন ‘কেন্দ্রীয় সরকার এক এক করে রাষ্ট্রয়াত্ত সংস্থা বিক্রী করে দিচ্ছে নচেৎ বন্ধ করে দিচ্ছে। দুর্গাপুরের এই ইউনিটে অনেক ঠিকা কর্মী কাজ করেন। তারা যাতে কাজ থেকে বঞ্চিত না হন সেই দিকে নজর রাখার কথা বলব ডিভিসি কর্তৃপক্ষকে।’

LEAVE A REPLY