নকল অনুব্রতকে কোমরে দড়ি বেধে রাস্তায় ঘোরালো বিজেপি

0
41

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ বিজেপির সর্বশক্তিকরণ শিবির উপলক্ষে গত দু’দিন ধরে দুর্গাপুরে বিভিন্ন বুথ এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার শেষ দিনে ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে দলীয় কার্যালয় থেকে এক ব্যক্তিকে অনুব্রত মন্ডলের অনুকরণে মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেধে রাস্তায় ঘোরানো হয়। সেই কর্মসূচিতে অংশ নিয়ে লকেট বলেন, অনুব্রতর দিল্লী যাত্রা শুধু সময়ের অপেক্ষা। তাঁকে তিহার জেলে যেতেই হবে। তাই আমরা অনুব্রতর অনুকরণে একজনকে সাজিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছি।

LEAVE A REPLY