বিজয়া মানেই মিষ্টিমুখ,দোকানে দোকানে উপচে পড়া ভিড়

0
125

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আজ শুভ বিজয়া দশমী। সকাল থেকেই বাঁকুড়ার বিভিন্ন মিষ্টির দোকানে উপচে পড়ছে মিষ্টি কিনতে আসা মানুষের ভিড়। সকাল সকাল মিষ্টি কিনে বাড়িতে মজুত করতে চাইছেন সকলেই। কেননা বেলা বাড়তেই মিষ্টির আকাল শুরু হবে দোকানগুলিতে। সেই কারণেই অনেকেই সকাল সকাল মিষ্টির দোকানমুখী। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ব্যস্ত মিষ্টি কেনাবেচাতে। এবারের বিভিন্ন ধরনের মিষ্টি বাজার মাতাচ্ছে। সাবেকী রাজভোগ, রসগোল্লা, পান্তুয়া, গোলাপ জামুন, দরবেশ এর পাশাপাশি মধুর মিলন, আপেল সন্দেশ, চকলেট পুডিং, কাজু বরফি সন্দেশ, প্রেম দানা, ড্রাই ফুড সন্দেশ, পটল মিষ্টি, শঙ্খ সন্দেশ সহ বেশ কিছু নতুন ডিজাইনের মিষ্টি এবার বিজায়ার বাজার মাতাবে দাবী ক্রেতা বিক্রেতা সকলের। আর এইসব নতুন পুরানো সাবেকি ও নতুনত্ব মিষ্টির বাড়িতে নিয়ে যেতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা বাঁকুড়ার বিভিন্ন মিষ্টির দোকানে।

LEAVE A REPLY