বিজয়া দশমীতে প্রথা মেনেই সিঁদুর খেলায় মাতলেন এও নারীরা

0
218

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ শাখা সিন্দুর যেন অক্ষত থাকে এই আশীর্বাদ পেতেই মায়ের পায়ে সিঁদুর ঠেকিয়ে সিন্দুর খেলায় মাতলেন মহিলারা। বিজয়া দশমী মানেই মিষ্টি মুখ, সিঁদুর খেলা। মা বিদায় নিচ্ছেন বিষাদের সুর, তার মাঝেই সিঁদুর খেলায় কিছুটা হলেও আনন্দের অনুভূতি। বাঁকুড়ার বিভিন্ন মন্দিরের এবং পূজা মন্ডপগুলিতে মায়ের পায়ের সিন্দূর ঠেকাতে মহিলাদের উপচে পড়ছে ভিড়। সকলেই চাইছেন স্বামীর মঙ্গল কামনায় মায়ের পায়ে ঠেকানো সিঁদুর শিঁথিতে লাগিয়ে স্বামীর দীর্ঘায়ু হোক।

LEAVE A REPLY