বিশেষ প্রতিনিধি,দুর্গাপুঃ সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুর এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী দপ্তরের বাইরে বিক্ষোভ সাধারণ মানুষের। বুধবার সকাল থেকে এনআইটি গেটের বাইরে বিক্ষোভ শুরু হয়। লালনের মৃত্যুর ঘটনায় এরমধ্যে তাঁর স্ত্রী সহ পরিবারের লোকেরা সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এদিন সিবিআই আধিকারিকদের শাস্তির দাবি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানান এনআইটি গেটে বিক্ষোভকারীরা। কোন রাজনৈতিক দলের ঝান্ডা ছিল না বিক্ষোভকারীদের হাতে। সাধারণ মানুষের প্রতিবাদ বললেও প্রায় প্রত্যেকেই ছিলেন তৃণমূলের বুথস্তরের কর্মী। বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা বা গন্ডগোল না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এনআইটি গেটে।