বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ অবশেষে প্রশাসনিক বোর্ড গঠন হল দুর্গাপুর পুরসভায়। মঙ্গলবার থেকে এই বোর্ড পুরসভা পরিচালনা করবে। পাঁচ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায়কে। ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে। বোর্ডের বাকি সদস্যরা হলেন দীপঙ্কর লাহা, রাখি তিওয়ারি ও ধর্মেন্দ্র যাদব। সোমবার শেষ হচ্ছে দুর্গাপুর পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ। এদিন বিকেলে রাজ্যের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে নোটিশ দিয়ে প্রশাসনিক বোর্ড গঠনের কথা জানিয়ে দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “নাগরিক পরিষেবা যাতে ব্যহত না হয় সেই দিকে নজর দেওয়া হবে। কাগজে কলমে সই করার অধিকার আমাদের থাকবে। কিন্ত, সমস্ত কাউন্সিলর বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদরা বকলমে আমাদের সঙ্গে থাকবেন।”প্রশাসনিক বোর্ড গঠনের তীব্র বিরোধিতা করেছে সিপিএম ও বিজেপি। তাদের বক্তব্য “তৃণমূল ভয় পেয়েছে। তাই নির্দিষ্ট সময়ে ভোট না করে প্রশাসনিক বোর্ড গঠন করেছে।