বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ গত তিন মাস আগে ডিএসপিতে আইএনটিটিইউসির নতুন কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন কারণের জন্য নতুন কমিটি এতদিন দায়িত্ব গ্রহন করতে পারে নি। সোমবার নতুন কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করে। কমিটিতে যারা দায়িত্বে আছেন তাদের নামের তালিকা এদিন ম্যানেজমেন্টকে দেওয়া হয়। এবার থেকে ম্যানেজমেন্টের সঙ্গে এই কমিটির পদাধিকারিকরা কথা বলবেন ও মিটিং করবেন। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন অনুষ্ঠান ঘিরে এদিন সংগঠনের কর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা গেছে। প্রচুর কর্মী উপস্থিত ছিলেন। ডিএসপিতে পুরনো কমিটি নিয়ে ঠিকাকর্মীদের মধ্যে অনেক ক্ষোভ ছিল। অভিযোগ, সংগঠনের কয়েকজন নেতা কারখানায় ঠিকাদারির সঙ্গে যুক্ত রয়েছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে দিনের পর দিন নিজেদের পকেট ভরেছেন। বিলাসবহুল জীবনযাপন পেল্লাই বাড়ি একাধিক গাড়ি করেছেন তাঁরা। সংগঠনের রাজ্য নেতৃত্ব এই অভিযোগ পাওয়া মাত্র ওই নেতাদের সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই নেতাদের সরিয়ে দেওয়ার নিদান দেন। এরপর গত নভেম্বর মাসে নতুন কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে স্থান পান নি ওই নেতারা। পুরসভার জল দপ্তরের মেয়র পারিষদ দীপঙ্কর লাহা, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ আরও কয়েকজনকে ডিএসপির দায়িত্ব দেওয়া হয়। তাদের নিয়ে এদিন ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করেন অভিজিৎ ঘটক। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর কারখানায় প্রবেশ করে শ্রমিকদের সঙ্গে দেখা করেন অভিজিৎ ঘটক, নরেন্দ্রনাথ চক্রবর্তী, দীপঙ্কর লাহারা।