দুর্গাপুর যোগ সেন্টারের বার্ষিক অনুষ্ঠান পালন

0
251

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ মঙ্গলবার সন্ধ্যায় ‘দুর্গাপুর যোগা অ্যান্ড ফিটনেস সেন্টার’ তাদের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করল ইস্পাতনগরী এ জোনের নেতাজী ভবন প্রেক্ষাগৃহে।অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা.রুনু মুখোপাধ্যায়,শিক্ষাবিদ অরণি মুখোপাধ্যায় ও সাংবাদিক শেখ জয়উদ্দিন। অতিথিদের পুস্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানান সংস্থার সম্পাদিকা দেবস্মিতা চন্দ্র। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সংস্থার ছাত্রছাত্রীরা যোগ ব্যায়ামের বিভিন্ন আসনগুলি প্রদর্শন করে। সংস্থার কর্ণধার ধনঞ্জয় চন্দ্র প্রতিটি আসনের উপকারিতা প্রসঙ্গে অবহিত করেন। তিনি জানান,বর্তমানে তাদের সংস্থায় ৩০ জন ছাত্রছাত্রী রয়েছেন। দুর্গাপুরের ঋষি অরবিন্দ আশ্রমের সহযোগিতায় আশ্রমস্থলেই তাদের নিয়মিত যোগ প্রশিক্ষণ চলে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্থার সফল ও কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়। দুর্গাপুর ইস্পাত কারখানার একাধিক আধিকারিক মঞ্চে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন। এই পর্বে একত্র সংস্থার সদস্যরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। সঞ্চালনায় ছিলেন দেবদাস কর্মকার।   

LEAVE A REPLY