দেবজিৎ ধরের রহস্য মৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ

0
173

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সিটি সেন্টার অঞ্চলে ম্যাক্সমুলার পথের বাসিন্দা ২১ বছরের দেবজিৎ ধরের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সায়ন বিশ্বাস। তাঁর বাড়ি নিউ টাউনশিপ থানার অধীন বিধাননগর হিউজিং এলাকায়। রবিবার সকালে ধৃত সায়নকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালত চত্বরে দাঁড়িয়ে সায়ন দাবি করে ঘটনার দিন রাতে সে দেবজিতের সঙ্গে ছিল না। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরে নি দেবজিৎ। পরের দিন দুপুরে তাঁকে অচেতন অবস্থায় বস্তায় মুড়ে বাড়িতে দিয়ে যায় দেবজিৎকে। ওইদিন তাঁকে আশাঙ্কাজনক অবস্থায় সিটিসেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দেবজিৎকে। চারদিন পরে অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় দেবজিৎকে। গত ১১ তারিখ মৃত্যু হয় তাঁর।

LEAVE A REPLY