বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অন্ডালে দুয়ারে সরকার শিবিরে ভিড়

0
144

সংবাদদাতা,অন্ডালঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের জেলায় জেলায়  শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচী। এবার এই শিবিরে ২৫টি বিষয়ে পরিষেবা মিলবে। ১ নভেম্বর শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে গোটা নভেম্বর মাস। মঙ্গলবার অন্ডাল পঞ্চায়েত এলাকায় দীঘনালা সংলগ্ন কমিউনিটি সেন্টার হলে  আয়োজিত হয় দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয় উপভোক্তাদের। ফরম ফিলাপ সহ কোন প্রকল্পের সুবিধা কোন দফতরে গেলে পাওয়া যায় এ বিষয়টি অনেকের অজানা। ফলে প্রকল্পের সুবিধা পেতে প্রায়ই হয়রানির শিকার হন অনেকে। এই কথা মাথায় রেখে কয়েক বছর আগে দুয়ারে সরকার প্রকল্পটি বাস্তবায়িত করে রাজ্য সরকার। উদ্দেশ্য হলো শিবিরের মাধ্যমে সমস্যার সমাধান করা। অন্ডাল পঞ্চায়েতের দীর্ঘনালা কমিউনিটি হলে দুয়ারে সরকার শিবিরে‌ প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকেই   ভিড় করেন স্থানীয়রা। পুরনো প্রকল্প গুলির পাশাপাশি এবারের শিবিরে দুটি নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান ও জমির পাট্টার আবেদনও শিবিরে নেওয়া হয়েছে। অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে জানান, শিবিরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধার জন্য উপভোক্তাদের কাছ থেকে ফরম জমা নেওয়া হয়েছে। ১৬ নভেম্বর একই জায়গায় পরবর্তী দুয়ারে সরকার শিবির হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY